শিক্ষা জাতির মেরুদণ্ড—এই চিরন্তন সত্যকে ধারণ করে আমাদের প্রতিষ্ঠান কে. এম. সহিদুল ইসলাম টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ জ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতার সমন্বয়ে দক্ষ মানবসম্পদ তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক যুগে প্রযুক্তি ও ব্যবসা শিক্ষা প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য অপরিহার্য। এ উপলব্ধি থেকেই আমাদের শিক্ষার্থীদের সর্বাধুনিক পাঠদান, ব্যবহারিক প্রশিক্ষণ এবং জীবনমুখী শিক্ষা দেওয়ার প্রতি আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি।
আমাদের লক্ষ্য কেবল ভালো ফলাফল অর্জন নয়, বরং সৎ, দায়িত্বশীল, সৃজনশীল ও মানবিক গুণাবলিসম্পন্ন নাগরিক গড়ে তোলা। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান ভবিষ্যতেও তার সুনাম ধরে রাখবে—এই আমার দৃঢ় বিশ্বাস।
আমি আশা করি, আমাদের শিক্ষার্থীরা শিক্ষা, দক্ষতা ও সততার আলোকে আলোকিত হয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে।
মোঃ সহিদুল ইসলাম
অধ্যক্ষ
কে. এম. সহিদুল ইসলাম টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ
+8801712505834
